ইরাক সিরিয়াতেও বিস্ফোরণের শব্দ, ইসরায়েলেও বাজলো সতর্কতা সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবার ইরান সিরিয়ায় তাদের কনস্যুলেট ভবনে চালানো ইসরায়েলি হামলার জবাব দিয়েছিলো । তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় তেহরান।

তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিলো ইসরায়েল। পাল্টা জবাবের বিষয়ে বহু আলাপের পর শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরইমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার পাশাপাশি ইরান স্থানীয় বিমান চলাচলও বন্ধ করে দিয়েছে। তবে তেহরান জানিয়েছে, ইসফাহানের পরমাণু ক্ষেত্র নিরাপদেই আছে।

শুক্রবার সকালে কাছাকাছি সময়ে সিরিয়ার সামরিক ঘাঁটিতে চালানো সিরিজ হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ খবর দিয়েছে।

দক্ষিণ সিরিয়ার আদরা ও আল থালা সামরিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। এদিকে ইরাকের আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই ঘটনার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও শুক্রবার ভোরে বেজে ওঠা সাইরেনকে পরে ফলস বা মিথ্যা অ্যালার্ম বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী।
সূত্র: আল জাজিরা

 

আইএনবি/বিভূঁইয়া