আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: শুক্রবার বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ১২ মামলার আসামি বেলায়েত মাতুব্বরকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর তার বাড়িতে অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে বেলায়েত মাতুব্বরের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেলায়েত মাতুব্বরের বিরুদ্ধে গৌরনদী, পার্শ্ববর্তী কালকিনি, ডাসারসহ বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আইএনবি/বিভূঁইয়া