অহেতুক বের হওয়ার শাস্তি প্যারাগ্রাফ লেখা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ে বের হলে মোটরযানআইনে মামলা দিচ্ছে পুলিশ। বের হওয়ার যৌক্তিক কারণ দেখালে বৈধ মোটরযান লাইসেন্সধারীদের ছেড়ে দিচ্ছে পুলিশ। তবে অহেতুক ঘোরাঘুরি করলে ব্যতিক্রমী এক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে চালকদের। এই শাস্তি হলো করোনা সংক্রমণের ঝুঁকি ও করণীয় সংক্রান্ত প্যারাগ্রাফ লেখা। প্যারাগ্রাফ লেখা শেষেই মিলছে মুক্তি।

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ব্যতিক্রমী এই উদ্যোগ চালু করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বেশ কয়েকজনকে এই শাস্তি দেওয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া