অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর ন্যাশনাল পার্ক এলাকায় সোমবার গভীর রাতে র‌্যাব-১ অভিযান চালিয়ে কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান ওরফে রুবেল, সাইদুর রহামন, সাদিকুর রহমান ৫জনকে গ্রেফতার করেন। এদের সবার বাড়ি গাজীপুরে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশেপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে। চক্রটি প্রথমে সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের গতিরোধ করে। পরে মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের ছিনতাই ও ডাকাতির ভয়ে এলাকার লোকজনও আতঙ্কে থাকে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে আরো জানায় অপরিচিত কেউ তাদের এলাকায় নতুন আসলে প্রথমে তাদের গতিবিধি লক্ষ্য করে। পরে সুযোগ বুঝে তাদের সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি ছুরি, ১টি ষ্টীলের চাপাতি, ৩টি চাকু, ১টি মোটর সাইকেল, ৭টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া