অসহায়দের জন্য উপজেলা প্রশাসনকে নাহিম রাজ্জাকের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক

মরণঘাতক কোভিট ১৯ বা করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তার জন্য গোসাইরহাট উপজেলা প্রশাসকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ, ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক। আজ রোববার দুপুরে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইনের হাতে সাংসদের পক্ষে নগদ অর্থ তুলে দেন ডামুড্যা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। তুলে দেয়া নগদ অর্থে সাড়ে ৪ হাজার পরিবারকে সহায়তা করা যাবে। এসময় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মো শাজাহান, গোসাইরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান খায়ের শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান: নাজমা বেগম, জেলা পরিসদের  সদস্য জাকির হোসেন দুলাল, গোসাইরহাট পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর মতিউর রহমান মিন্টু বেপারী, গোসাইরহাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারন সম্পাদক বাবলু মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

ডামুড্যা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, আমাদের নেতা নাহিম রাজ্জাক এমপির উদ্যোগে ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে। পাশপাশি উপজেলা প্রশাসনের ত্রান কাযর্ক্রম অব্যাহত রাখতে এমপি সাহেব নগদ অর্থ প্রদান করছেন, যার অংশ হিসেবে আজ গোসাইরহাট উপজেলায় দেয়া হয়েছে।