আইএনবি নিউজ: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত ভথ্য মোতাবেক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৪২২ হাজার ৮৩৬ হেক্টর (মোট আক্রান্ত জমির ৮%)। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২১২ মে. টন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও ২৬৩ কোটি ৫ লাখ টাকা। মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫০ হাজার ৫০৩ জন।
কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আইএনবি/বিভূঁইয়া