সুদের টাকার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের মধ্যে সুদের টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে এই সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বংকুরা গ্রামের রিয়াজুল নামের একজনের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক সুদে টাকা নেয়। সেই টাকা সময়মতো পরিশোধ না করায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। প্রায় দুই ঘণ্টা টানা সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ আরও জানায়, সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া