আইএনবি নিউজ: বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় কাজ করছে সরকার। অটিজম কোনো রোগ নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে।

সকালে মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়ে তাদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে দেশে ১০৩টি সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু করা হবে। স্কুল থেকেই প্রতিবন্ধীদের বিষয়ে শিশুদের শিক্ষা দিতে। সরকারি জমি দখলমুক্ত করে প্রতিবন্ধীদের উন্নয়ন কাজে লাগাতে হবে।
আইএনবি/বিভূঁইয়া