সবাই আক্রান্ত হবে করোনার ভ্যাকসিন আসার আগেই !

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া স্থবির পুরো বিশ্ব। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে লকডাউন। তবুও যেন কমছে না করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

তবে এসবের মাঝে এবার আরও ভয়ঙ্কর তথ্য এলো যুক্তরাষ্ট্রের বিশিষ্ট এক সংক্রামক রোগ গবেষক ডা. মাইকেল অস্টারহোমের মুখ থেকে। তিনি জানালেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভ্যাকসিন তৈরির নানা প্রচেষ্টার মধ্যে পৃথিবীর অধিকাংশ মানুষই প্রাণ সংহারক এই ব্যাধিতে আক্রান্ত হবে।

অর্থাৎ করোনার ভ্যাকসিন আসার আগেই কম বেশি সবাই এ ভাইরাসে আক্রান্ত হবেন।

এদিকে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষণা ও পলিসি কেন্দ্রের পরিচালক ডা. মাইকেল অস্টারহোম আরও বলেছেন, প্রাথমিক প্রাদুর্ভাবে নিউইয়র্ক সিটির মতো শহরে পাঁচ জনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন। এটির করোনার হানার সামান্য চিত্র, আরও কঠিন পরিস্থিতি আসার বাকি রয়েছে।

গত সোমবার মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের সম্পাদকীয় সভায় অস্টারহোম বলেন, করোনাভাইরাস যতক্ষণ না সবাইকে সংক্রামিত করছে ততক্ষণ এটি অব্যাহত থাকবে। জনসংখ্যার ৬০ থেকে ৭০ শতাংশকে আক্রমণ করার আগে এটির গতি কমবে না।

এই সংখ্যায় সংক্রামিত হওয়ার পর মানুষের মধ্যে হার্ড ইমিউনিটির সৃষ্টি হবে এবং ভাইরাসের সংক্রমণকে থামিয়ে দেবে।

তিনি আরও বলেন, যদি এই গ্রীষ্মে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করে তাহলে এটি একটি মৌসুমি ফ্লুর মতো প্যাটার্ন অনুসরণ করছে। যা মৌসুমি ফ্লু হিসেবে পুনরায় ফিরে আসবে।

আইএনবি/বিভূঁইয়া