সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে কাকুচিপাড়া শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে দ্বিতীয় স্ত্রী সোনা বিবি (৩৫) ও স্বামী মান্নান গাজী (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী গাজীপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে মান্নান গাজী রাতে ধারালে অস্ত্র দিয়ে তার স্ত্রী সোনা বিবিকে কুপিয়ে হত্যার পর নিজেও গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের দু’টি ছেলে রয়েছে বলে জানা গেছে। স্ত্রীর মরদেহের কয়েক গজ দূরে একটি গাছে মান্নানের মরদেহ ঝুলছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ সোনা বিবি ও মান্নান গাজীর মরদেহ উদ্ধার করেছে।
আইএনবি/বিভূঁইয়া