লন্ডনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পরিচিত মুখ সাশা জনসনকে লন্ডনে গুলি করা হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাশাকে গুলি করা হয়েছে মাথায়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

রবিবার স্থানীয় সময় দিনের শুরুতে তাকে গুলি করে দুর্বৃত্তরা। তারপর তাকে উদ্ধার করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ লন্ডনের পেছহাম এলাকায় তার ওপর হামলা হয়েছে। আগে থেকেই তাকে মেরে ফেলার হুমকি ছিল।

পুলিশ অবশ্য তার পরিচয় প্রকাশ করেনি। তবে পুলিশের দাবি, এখনো মনে হচ্ছে না যে, তাকে টার্গেট করে গুলি করা হয়েছে।
সূত্র : বিবিসি

আইএনবি/বিভূঁইয়া