রাশিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ড, ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায়র জরুরি বিভাগ জানিয়েছে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৩টার দিকে সাইবেরিয়ার কেমেরোভা শহরের ওই বেসরকারি বাসভবনটিতে আগুন লাগে । অগ্নিকাণ্ডে বৃদ্ধনিবাসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে।।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, দমকল ও জরুরি বিভাগের কয়েক ডজন কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বৃদ্ধ নিবাসের একটি ভবনের দ্বিতীয় তলার পুরোটাই পুড়ে গেছে।

তীব্র ঠাণ্ডার মধ্যে নিম্ন বায়ুচাপের মধ্যেই উদ্ধারকাজ চালানো হচ্ছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় প্রোটেস্ট্যান্ট গির্জার এক যাজকের মালিকানাধীন ওই ভবন। এটি গৃহহীন বৃদ্ধদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হলেও কোনো লাইসেন্স নেই।

মৃতদের অধিকাংশই ওই ভবনের বৃদ্ধ বাসিন্দা। রাশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

দমকল বাহিনীর ধারণা, ওই ভবনে থাকা অনেকগুলো হিটারের কারণে বৈদ্যুতিক তারে আগুন ধরে গেছে।

নিবন্ধনহীন ওই বৃদ্ধনিবানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। বৈধ বৃদ্ধনিবাসগুলোতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক।

অনিবন্ধিত বৃদ্ধনিবাসগুলোকে সরকারিভাবে ‘ব্যক্তিগত সম্পত্তি’ হিসেবে গণ্য করা হয়। এ কারণে সেসব স্থান পরিদর্শনের আওতায় থাকে না।
সূত্র: বিবিসি।

 

আইএনবি/বিভূঁইয়া