রাজারহাট উপজেলা পরিসংখ্যান অফিসারের মটরসাইকেল চুরি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিসংখ্যান অফিসের সামন থেকে দুঃসাহসিকভাবে একটি বাইক চুরি হয়েছে। রোববার(৩ আগস্ট) দুপুরের যেকোন সময় উপজেলার ওই কার্যালয়ের সামনে থেকে অজ্ঞাত পরিচয় চোর একটি পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মটর সাইকেল, রং কালো-নীল, যাহার ইঞ্জিন নং-উঐণঈখক৭৬৫৭০. চেসিস নং- চঝটঅ১১ঈণঙখঞউ৩৩৪৭০ মটর সাইকেলটি নিয়ে চম্পট দেয়।

এসময় উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা সহদেব চন্দ্র বর্মণ তার অফিসের বারান্দায় মটর সাইকেলটি রেখে
অফিসের কাজ করছিলেন। কর্মব্যস্ততার সুযোগে দুপুর অনুমান ১২টা হতে ২টার মধ্যে যেকোন সময় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। মটরসাইকেলটি দাম ২লাখ টাকা।

এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্ত কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে চুরি যাওয়া সময় মটরসাইকেলটির সিসিটিভিতে ভিডিও রয়েছে। চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮জুলাই উপজেলা নির্বাহী অফিসারের এক কম্পিউটার সহকারির  মটরসাইকেল অফিস থেকে চুরি যায়।

আইএনবি/এম আ/বিভূঁইয়া