আইএনবি ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ পাহারার মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে শতাধিক পুলিশ কার্যলয়ের আশেপাশে অবস্থান নিয়েছে।
পাশাপাশি দুপুর ৩টার দিকে জুলাই মঞ্চের ২০-২৫ জন নেতাকর্মী কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে মিছিল নিয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছেন। তাদের ব্যানারে লেখা রয়েছে-‘জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল’।
জুলাই মঞ্চের নেতাকর্মীরা মিছিল থেকে ‘নূর ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন বিচার চাই’ স্লোগান দেন।
এই মিছিল কেন্দ্র করে পুলিশকেও সতর্ক পাহারায় দেখা গেছে।
জানতে চাইলে রমনা মডেল থানার ওসি অপারেশন আতিকুল ইসলাম খন্দকার বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আমরা সতর্ক আছি।”
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীকে কার্যলয়টিতে অবস্থান করতে দেখা যায়। তবে পুলিশ কাউকে এর সামনে অবস্থান করতে দিচ্ছে না।
জাতীয় পার্টির কয়েকজন নেতার সাথে কথা বলতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে রাজি হননি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পরে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
এরপর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে বলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন।
আহত অবস্থায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নুরুল হক নুরের ওপর ‘হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তার দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
আইএনবি/বিভূঁইয়া