ময়মনসিংহে বাসে আগুন, চালক পুড়ে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক বাসচালক।

সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জুলহাস (৩৫)। তিনি উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান, রাতের বেলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর পর বাসের ভেতরে তল্লাশি চালিয়ে চালকের সিটে অগ্নিদগ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে।

তিনি বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের দাবি, পেট্রল পাম্পের আশপাশে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া