মহাখালী সাততলা বস্তিতে আগুন, পুড়ে গেছে প্রায় ৭০ ঘর

আইএনবি ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে ৮টি ইউনিট রওনা দেয়। প্রথমে বিকেল ৩টায় তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট সেখানে যোগ দেয়।

৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণ হয় ৪টা ৩৫ মিনিটে।

ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, বস্তিতে থাকা দোতলা সেমি পাকা ঘরের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৬০-৭০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানিতে আরো কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের প্রধান চ্যালেঞ্জ ছিল রাস্তায় যানজট। এ কারণে ঘটনাস্থলে আগুন নেভানোর গাড়ি পৌঁছাতে দেরি হয়। তা ছাড়া বস্তির সরু রাস্তা এবং লোকজনের ভিড়ের কারণেও কাজ বাধাগ্রস্ত হয়েছে।

তবে সেখানে পৌঁছে ১৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রথমে তেঁজগাও থেকে আসা ৫টি ইউনিট কাজ শুরু করে, পরে বারিধারা থেকে আসা ইউনিটগুলোও যুক্ত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

আইএনবি / বিভূঁইয়া