আইএনবি নিউজ: মধ্যপ্রাচ্যের বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। গত শুক্রবার দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক প্রতিক্রিয়ার মুকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে আস্থা রেখেছেন, মধ্যপ্রাচ্য বিএনপিকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দিবো।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাবো। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গতিশীল করতে মধ্যপ্রাচ্য বিএনপিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। মুকিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি সভাপতি দায়িত্ব পালন করছেন।
আইএনবি/এনএম