বেনজীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হতে পারে

আইএনবি ডেস্ক:দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হতে পারে ।

গতকাল সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সম্পত্তি ক্রোকের নির্দেশের পর বেনজীরের বিষয়ে আর কি পদক্ষেপ নেবে দুদক- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, প্রয়োজন মনে করলে আদালতে বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। এর আগে রবিবার বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা আরও ১১৫টি দলিলে ৯১ একর সম্পদ এবং ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা মালিকানা শেয়ার, বিও অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজ করার নির্দেশ দেন আদালত। এরও আগে বৃহস্পতিবার গোপালগঞ্জ ও কক্সবাজারে ৮৩টি দলিলে থাকা সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। পাশাপাশি ২৭টি ব্যাংক অ্যাকাউন্টসহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেদিনের আদেশে।

আইএনবি/বিভূঁইয়া