বাংলাদেশকে স্বর্ণ জেতালেন অন্তরা

ক্রীড়া ডেস্ক: নেপাল এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন অন্তরা। জিতেছিলেন কারাতেতে ব্রোঞ্জ। এবার সেই হুমায়রা আক্তার অন্তরার সাফল্যে বেজে উঠল জাতীয় সঙ্গীত-আমার সোনার বাংলা! লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে গেমসে চতুর্থ সোনার পদক জিতলেন অন্তরা।

মঙ্গলবার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারালেন তিনি। তার পথ ধরে কারাতে থেকে তৃতীয় সোনার পদক পেল বাংলাদেশ।

হুমায়রা আক্তার অন্তরা সেমি-ফাইনালে ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ওঠে আসেন ফাইনালে। সেরার লড়াইয়েও চমক দেখালেন তিনি।

এর আগে দক্ষিণ এশিয়ার অলিম্পিক বলে পরিচিত এই গেমসে এর আগে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দীপু চাকমা।

মঙ্গলবার কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্ট থেকেই এসেছে তিনটি স্বর্ণপদক!

আইএনবি/বিভূঁইয়া