নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়ায় রোববার উপজেলার পুরুলিয়া গ্রামে পিস্তল, গুলি এবং দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বরসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আটকরা হলেন- পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং মৃত এনামুল মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্যা (৩৬)।

জানা গেছে, রোববার (১১ মে) ভোর ৩ টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ একটি দেশীয় পিস্তল, কার্তুজ বানানোর উপকরণ, ২২ রাউন্ড তাজা কার্তুস,

দুইটি চাইনিজ কুরাল, দুইটি ছুরি, সাতটি স্যানদা, পাঁচটি বল্লম, একটি ট্যাটা, দুইটি তীর ধনুক, তিনটি চাপাতি, ২০টি সোরকি, চারটি ঢাল ও

দুইটি শটগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি জব্দ করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটকদের নামে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে আজই তাদের আদালতে পাঠানো হবে।

আইএনবি/বিূভঁইয়া