নারায়ণগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বিবস্ত্র লাশ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির।

এর আগে সকাল ৯টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর মসজিদ সংলগ্ন একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। পুকুরপাড়ে একটি থলের ভেতরে কিছু কাপড় পাওয়া গেছে, যা নিহতের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআই মিলন ফকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। আশপাশের কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের নীলাফুলা দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে পিবিআই’র পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তে সর্বাত্মক চেষ্টা করা হলেও এখনও সফল হওয়া যায়নি। প্রচণ্ড ঠান্ডার কারণে লাশের শরীর, বিশেষ করে হাতের আঙুল কুঁচকে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আইএনবি/বিভূঁইয়া