দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১ কোটি ডলার বেকার ভাতা দাবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা কোয়ারেন্টাইনে বসে থাকা ৬৬ লাখ ব্যক্তি সরকারের কাছে বেকার ভাতার আবেদন জানিয়েছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন আবেদনকারীর সংখ্যা ৪০ লাখের কাছাকাছি হবে। সিএনএন

 

মার্কিন শ্রম বিভাগ বলছে গত ২৮ মার্চ এধরনের আবেদনকারীর সংখ্যা ৬৬ লাখ ৪৮ হাজার হলেও এর আগের সপ্তাহের চেয়ে আবেদন জমা পড়েছে ৩৩ লাখ ৪১ হাজার বেশি। আরটি

পেনসিলভানিয়া, ওহাইও ও ম্যাসাচুয়েটস এই তিন মার্কিন রাজ্য থেকে ৩ লাখেরও বেশ আবেদন জমা পড়েছে। স্পুটনিক

গত ২১ মার্চ নাগাদ ৩৩ লাখ ব্যক্তি বেকার ভাতার আবেদন করলে তা ১৯৮২ সালের রেকর্ড ছাড়িয়ে যায়। সাধারণত সপ্তাহে এধরনের আবেদন জমা পড়ে ৬ লাখ ৯৫ হাজার।

যুক্তরাষ্ট্রে মোটামুটি ৬ শতাংশ অর্থাৎ ১৬৫ মিলিয়নের শক্তিশালী কর্মী বাহিনী রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে বেকারত্বের হার সাড়ে ৯ থেকে ১০.১ শতাংশে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন রিফিনিটিভ কনসেনসাস’এর প্রধান অর্থনীতিবিদ জোসেফ ব্রুসুয়েলাস।

তবে এত বিপুল পরিমানে বেকার ভাতার দাবিটিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম।

আইএনবি/বিভূঁইয়া