তারাকান্দা প্রতিনিধি: চিপসের প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের তারাকান্দায় জাহাঙ্গীর নামে এক বখাটের বিরুদ্ধে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।
পুলিশ গণমাধ্যমকে জানায়, গত রবিবার বিকেলে ওই শিশু খেলাধুলা করার সময় পাশের বাড়ির জাহাঙ্গীর চিপসের প্রলোভনে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশু কান্না করতে করতে বাড়িতে ফিরলে তার মা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, পরে মায়ের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের নাম বলে ওই শিশু। রাতেও ওই শিশু যন্ত্রণায় কান্নাকাটি ও চিৎকার করতে থাকলে স্থানীয় বাজারের চিকিৎসক বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরদিন সোমবার সকালে জাহাঙ্গীরের বাবা হাসিম উদ্দিনকে বিষয়টি জানালে তিনি গুরুত্ব না দিয়ে উল্টো বিভিন্ন হুমকি দেন। এমন অবস্থায় সোমবার রাতে জাহাঙ্গীরকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, মামলা দায়েরের পর থেকেই বখাটে জাহাঙ্গীরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আইএনবি/বি.ভূঁইয়া