ট্রাম্পের দুরারোগ্য ব্যধি হবে

আন্তর্জাতিক ডেস্ক: ভাঙ্গা বাবা ১৯৯৬ সালে মারা যাওয়ার আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। ২০২০ সালে যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, তার কপালে দুর্ভোগ আছে। তার দুরারোগ্য ব্যধি হবে। এরপর তিনি বধির হবেন । তার মস্তিষ্কে টিউমার হবে। স্টার ইউকে

সেই প্রেসিডেন্ট কি ট্রাম্প। তাও আবার নির্বাচনকে সামনে রেখে। ভাঙ্গা বাবার বাড়ি বুলগেরিয়ায়। বাবা ভাঙ্গা একজন জ্যোতিষী। তিনি সেই জগতখ্যাত নস্ট্রাডমাস অব দ্য বলকানস বা বলকানের নস্ট্রাডমাস হিসেবে খ্যাতিমান। এই লেডি বাবা বলে গেছেন এক রহস্যজনক রোগে মার্কিন প্রেসিডেন্ট ২০২০ সালেই আক্রান্ত হবেন। এমন ভবিষ্যৎবাণী ট্রাম্পের নির্বাচনী ভাবমূর্তির জন্য ক্ষতিই হল।

তবে বুলগেরিয়ার অন্ধ বাবার ভবিষ্যদ্বাণী এই মুহুর্তে ডেমোক্রেটরা লুফে নিয়েছন। বাবা মুসলিম হলে এর হয়তো গুরুত্বই থাকতো না। কিন্তু এ তো অমুসলিম বাবা।

এরকম অবস্থায় বাবার বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ায় জায়গা পাওয়াটিই একটি ধ্বস। এর আগে বাবা ব্রেক্সিট, নাইন ইলেভেন এবং থাইল্যান্ডের সুনামি বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন। বাবা গত হয়েছেন ১৯৯৬ সালে। মৃতুর আগ পর্যন্ত তিনি ভবিষ্যৎবাণী করেই যাচ্ছিলেন। মেসিডোনিয়া অঞ্চলে ওই নারী বেড়ে ওঠেন। ধূলো ঝড়ের কবলে পড়ে তিনি চোখ হারান।

তবে তার ভক্তরা বলেছেন, এই অন্ধ হয়ে যাওয়াটাই তার জন্য শুভ হয়। তার দিব্য চোখ খুলে যায়। তার কতগুলো ভবিষ্যদ্বানী রয়েছে, যা খুব মিলে গেছে। ১৯৮৯ সালে তিনি বলেছিলেন: ভয়ংকর , ভয়ংকর! ইস্পাতের পাখি আঘাত হানবে মার্কিন মুল্লুকে। ভ্রাতারা (টুইন টাওয়ার) ধ্বসে পড়বে।

বাবা ভাঙ্গা নিজে কখনও তার পূর্বাভাস লিখেননি। এবং তাকে বুলগেরিয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল। মারা যাওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র তার ভরণপোষণ করেছে। তাকে একজন স্থায়ী স্টেনো দেয়া হয়। যারা তার কাছে শুনতে অসতেন , তিনি ফেরাতেন না তাদের। তার কথা বা সাক্ষাৎকার অনুলিখন করে দেয়া হতো।

ভাঙ্গা বাবা সর্বদা সমানভাবে সঠিক হয়েছেন, এমন নয়। ২০১৯ সালেও একবার ভাবা হয়েছিল যে, ট্রাম্পের জন্য তার কথা হয়তো ফলে যাচ্ছে। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধের কথাও বলেছিলেন তিনি। সেটা সঠিক হয়নি।

বাবার অতিন্দ্রীয় ক্ষমতা সম্পর্কে রীতিমতো স্টাডি চলে বুলগেরিয়ায়। দি ইনস্টিটিউটস অব সাজেস্টোলজি এন্ড প্যারাসাইকোলজি ইন সোফিয়া এন্ড প্যাট্রিচ-এ তার প্রফেসিসমূহ নিয়ে অধ্যায়ন চলছে। বাবার এইরকম ভক্তকূলই রটিয়েছে ট্রাম্পকে বিপদে ফেলা ওই ভবিষ্যদ্বাণী।

আইএনবি/বি.ভূঁইয়া