রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল হক (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা জানান, রাত ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আইএনবি /বিভূঁইয়া