ঝুলন্ত সেতু ধসের ঘটনায় গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট প্রদেশে ঝুলন্ত সেতু ধসে ১৪১ জন নিহতের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশি। মোরবি পুলিশ প্রধান অশোক যাদব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার, সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার ও তিনজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

অশোক যাদব বলেন, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর আমরা ৯ জনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে আছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী।’

ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা, ৩০৮ ধারা এবং ১১৪ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগসহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঝুলন্ত এই সেতুটি ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। এছাড়া আহতও হয়েছেন অনেকে। প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া