জাপানি রণতরী ‘নাগাতো’ নিলামে বিক্রি হল ৩২ হাজার পাউন্ডে

আর্ন্তজাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে জাপানি পতাকাবাহী রণতরীটি উপহার দেয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র রিচার্ড ব্ব্ররুন্ডোকে । মৃত্যুর আগ পর্যন্ত ২০১৬ সাল পর্যন্ত মেয়র রিচার্ড জাহাজটি নিজের কাছেই রাখেন এবং পরে তা বিক্রি হয়ে যায়।

জাপানের এর রণতরীটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দখলে নেওয়ার পর সেই বিখ্যাত সামরিক সিগন্যাল সংকেত বেতারে ভেসে উঠেছিল, ‘তোরা, তোরা, তোরা।

৮ ফুট চওড়া-১৩ ফুট লম্বা জাহাজটিতে হামলায় নিহত হয়েছিল ২ হাজার ৩৩৫ সেনা।

জাহাজটির দাম সর্বশেষ নিলামে ৮ হাজার পাউন্ড উঠলেও জাপানি পতাকার কারণে তা চারগুণ বেশি দরে বিক্রি হয়। কারণ পতাকাটির সামরিক মর্যাদা ছিল জাপানের নৌ বাহিনীর সাবেক কমান্ডার-ইন-চিফ এ্যাডমিরাল ইসোরোকু ইয়ামোতোর র‌্যাং পতাকার সমমর্যাদার।

১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে হামলা চালানোর সময় জাপানের নৌবাহিনী প্রধান ‘ নিতাকা ইয়ামা নোবোরে’ অর্থাৎ ‘ক্লাইম্ব মাউন্ট নিতাকা’ এই সামরিক সংকেত পাঠিয়েছিলেন।

আইএনবি/বি.ভূঁইয়া