আর্ন্তজাতিক ডেস্ক: চীনের হুবেই প্রদেশে শনিবার দেশটির সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চার জন নিহত ও আরও আট জন আহত হয়েছে। ।
সাউথ চায়না মর্নিং পোস্ট রোববার (১৯ ডিসেম্বর) জানায়, শনিবার দুপুরের দিকে হুবেই প্রদেশের ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ওই ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে। এ সময় ব্রিজটির ওপর থাকা কিছু গাড়ি নিচে পড়ে যায়। এতে চার ব্যক্তি নিহত ও আরো কয়েকজন আহত হন।
সিনহুয়া জানায়, সেতুটি ধসে তিনটি ট্রাক নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি চাপা পড়ে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
আইএনবি/বিভূঁইয়া