চান্দিনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার চান্দিনায় গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়া সামছুক হক ক্বারীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, ওই গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের কোনো এক সময়ে সামিয়া ও হামিদ খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

তাদের বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

সিএনজি অটোরিকশা চালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া