গাজীপুরে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় বুধবার (১৯ নভেম্বর) বিকেল অগ্নিকাণ্ডে পুড়ে গেছে টিনশেডের শতাধিক ঘর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটসহ সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক ঘর। এসব ঘরে গার্মেন্ট শ্রমিক ও খেটেখাওয়া মানুষ ভাড়া থাকতেন।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান, তার টিনশেডের বাড়ির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেননি ভাড়াটিয়ারা। তাদের মাথা গোঁজার কোনো স্থান রইল না।

এক শ্রমিক রহিমা বলেন, কয়েকদিন আগে বেতন পাই। বেতনের সব টাকা রুমে ছিল। খাট, টিভি-ফ্রিজ জামাকাপড়সহ সব শেষ হয়ে গেল। রাত-দিন ডিউটি করা টাকা মুহূর্তের মধ্যে সব শেষ।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া