গণভবনকে যাদুঘরে রূপান্তরে উদ্যোগ

আইএনবি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে গণভবনকে যাদুঘরে রূপান্তর করার । এ পরিপ্রেক্ষিতে প্রাথমিক পরিদর্শন করেছেন সরকারের তিন উপদেষ্টা। শনিবার সকালে এ পরিদর্শন করেন তারা।

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ পরিদর্শন করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের ওপর অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। পরে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’

প্রাথমিক পরিদর্শনে এসেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে সেই উদ্দেশ্যে প্রাথমিক ভিজিট (পরিদর্শন) করতে এসেছি। স্থাপত্য শিল্পী, আর্কিটেকচার ও জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।’

মো. নাহিদ ইসলাম বলেন, ‘অনেক রক্ত ও আত্মত্যাগের ভেতর দিয়ে আমরা এই ৫ আগস্ট মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে যাদুঘরকে রূপান্তর করা হবে।’

আইএনবি/বিভূঁইয়া