চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পৃথক অভিযানে ৫৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তারসহ দুটি যানবাহন জব্দ করেছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় টয়োটা গাড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ভোলা-শ-১১-০০২৩।
অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্রো-ব-১১-১৬৩১)সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া