ইতালীতে জেলহত্যা দিবস পালিত

ইতালী প্রতিনিধি: ইতালী আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালিত। শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু এবং তার বিশ্বস্ত চার নেতাকে যারা হত্যা করেছে তারা এখনো সুযোগ খোঁজচ্ছে, সে জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।

ইতালী আওয়ামী লীগ গত ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন করেছে ।

ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল বলেও উল্ল্যেখ করেন তারা।

বক্তারা আরো বলেন, জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে সে দিন দেশের স্বাধীনতা ও আওয়ামী লীগকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা করেছিলো। ঐ কালো শক্তি এখনো বিদ্যমান, তাই আমাদের সর্বদা সর্তক থাকতে হবে।

আইএনবি/বিভূঁইয়া