আন্তর্জাতিক ডেস্ক:করোনাভাইরাস বিশ্বব্যাপি ছড়িয়ে মহামারি সংকটের এই মুহূর্তে প্রতি সপ্তাহে তিনি এক শিফটে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার কাজ করবেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। ইয়ন
রয়টাসের্র প্রতিবেদন জানায়, রাজনীতিতে যোগ দেওয়ার আগে সাত বছর চিকিৎসা পেশায় ছিলেন প্রধানমন্ত্রী লিও ভারাদকার। এরপর ২০১৩ সালে চিকিৎসক হিসেবে নিবন্ধিত তালিকা থেকে তার নাম মুছে দেওয়া হয়। এমন সিদ্ধান্তে তাকে বাহবা দিচ্ছেন দেশটির মানুষ।
আইরিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধামন্ত্রী লিও গত মার্চে চিকিৎসক হিসেবে নিজের নাম পুনরায় নিবন্ধিত করেছেন। তিনি যেসব এলাকায় সহজেই যেতে পারবেন এখন থেকে সপ্তাহে এক শিফটে তিনি সেসব এলাকায় দেশটির স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কাজ করবেন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের জরিপ অনুযায়ী, আয়ারল্যান্ডে এখন পর্যন্ত ৪ হাজার ৯৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
আইএনবি/বিভূঁইয়া