কক্সবাজার প্রতিনিধি:আড়াইহাজারে বৃহস্পতিবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পাড়া গ্রামে আবারো ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।
গৃহকর্তা আবদুল হেকিম জানান, রাত ৩টায় ১০-১২ জন মুখোশ পরা ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২৪ হাজার টাকা, ১ ভরি ও ৪ আনা ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও একটি চার্জলাইট নিয়ে যায়। প্রায় ৩০ মিনিট ধরে ডাকাতি শেষে তারা চলে যায়। এর আগে ২৭ এপ্রিল ওই গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ডাকাতির ঘটনা আমার জানা নেই।
আইএনবি/বিভূঁইয়া