আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে পাকিস্তানি কনস্যুলেটের কাছে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন মারা গেছে। মঙ্গলবারের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো প্রায় এক ডজন মানুষ।
বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের ভিসার জন্য মঙ্গলবার ওই দূতাবাস থেকে টোকেন দেওয়া হচ্ছিল আফগানিস্তানের নাগরিকদের। এই টোকেন সংগ্রহ করতে সেখানকার একটি খালি মাঠে জমায়েত হয়েছিল কমপক্ষে তিন হাজার আফগান নাগরিক।
এই দুর্ঘটনার বিষয়ে প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, ঘটনাস্থলে পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন ১১ জন নারী এবং কিছু প্রবীণ নাগরিক।
সূত্র : রয়টার্স।
আইএনবি/বি.ভূঁইয়া