তামিমের রিপোর্ট দেখে ‘মেজাজ গরম ‘ হয়ে গেছে পাপনের
দীর্ঘদিন ধরেই কোমরের সমস্যায় ভুগছিলেন তামিম ইকবাল । মেরুদণ্ডের কোমরের দিকের অংশে তার সমস্যা। তিনি এটি প্রথমবার অনুভব করেন ২০২২ সালের শেষ দিকে। তখন বিসিবির মেডিকেল ও চিকিৎসা বিভাগকে জানিয়েছিলেন তামিম।
সদ্যই লন্ডনে আবার এই সমস্যারই চিকিৎসা…