
ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
আলম হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুয়েত শাখার নবনির্বাচিত আহ্বায়ক মাস্টার নুরুল ইসলাম ও সদস্য সচিব শওকত আলী কুয়েতে শনিবার সর্বস্তরের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন । এসময় নেতৃবৃন্দ বলেন,দেশে গনতন্ত্র ও আইনের শাসন নেই , দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বহির্বিশ্ব সহ দেশে সরকার বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত কুয়েত বিএনপির নেতৃবৃন্দ।
কুয়েত বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম মত বিনিময় সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বহির্বিশ্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি বর্তমান, সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ আর গুম, খুন, হত্যা ও বিএনপির নেতা কর্মীদের হয়রানির প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা ও শপথ নেন। এদিকে কুয়েত বিএনপির কমিটি ঘোষনা করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যে প্রাচ্যে বিএনপির সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান কুয়েত বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার ১৮ই জানুয়ারী রাতে কুয়েতের সার্ক সিটি হোটেলে দীর্ঘ ২২ বছর পর ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত নবগঠিত আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় প্রথম সভা অনুষ্টিত হয় ।
আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্জ মো: শওকত আলী ও সোয়েব আহমেদ এর যৌথ সন্চালনায় অনুষ্ঠানের প্রথমেই লাল গোলাপ ফুল দিয়ে আহবায়ক কমিটির সকল সম্মানিত সদস্যকে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান সদস্য সচিব আলহাজ্জ মো: শওকত আলী।সভায় সকলে একমত পোষণ করেন যে মধ্যে প্রাচ্য বিএনপির সমন্বয়ক তৃণমূল প্রবাসী বিএনপির প্রান পুরুষ আলহাজ্জ আহমেদ আলী মুকিব এর অক্লান্ত পরিশ্রমের কারনেই দীর্ঘ ২২ বছর পরে বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির গড়ে দিতে পেরেছেন ।