আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি করে শনিবার হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে বলেছেন, এই সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহ সম্ভবত সবচেয়ে কঠিন সপ্তাহ হবে। ফক্স নিউজ, সিএনএন
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেনা ৩ লাখ ১১ হাজার ৮৩৮জন। মারা গেছেন ৮ হাজার ৫০৩ জন এরমধ্যে শুধু একদিনে মারা গেছে ১ হাজার ২২৪ জন। নিউইয়র্কে মোট মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৫৭ জন।
মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের ডাঃ অ্যান্টনি ফাউসি সামাজিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করার আহবান জানিয়ে বলেন, এটিকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসাবে মেনে চলতে হবে।
হোয়াইট হাউসের করোনাভাইরাস প্রতিক্রিয়া সমন্বয়কারী ডা. দেবোরাহ বার্কস বলেছেন, পরবর্তী দু’সপ্তাহ করোনা পরিস্থিতির গুরুত্বপূর্ণ হবে। এই মুহুর্তে মুদি দোকান, ফার্মাসি যাওয়া থেকে বিরত থাকাসহ প্রত্যেকে হাত ধুয়ে ছয়ফুট দূরত্বে থাকার সতর্কতা মেনে চলার পরামর্শ দেন।
আইএনবি/বিভূঁইয়া