আক্রান্ত ৯ লাখ ছাড়াল, মৃত্যু ৪৭ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে ৪৭ হাজার ছাড়িয়েছে।

বুধবার নাগাদ বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে ৯ লাখ ৩৬ হাজার ৪৬ জনের দেহে সংক্রমিত হয়েছে নভেল করোনাভাইরাস, আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৪৫। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৫৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে ৫০ হাজারের বেশি আর মৃত্যু বেড়েছে সাড়ে ৩ হাজারের মতো। ইতালিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ১৫৫। ২৪ ঘণ্টায় ৮৩৭ জন মারা গেছে। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। নেদারল্যান্ডে ১ হাজার অতিক্রম করেছে। বেলজিয়ামে ৮০০র বেশি মানুষ মারা গেছে।

জার্মানিতেও ৮০০র কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। সুইজারল্যান্ডে ৫০০র কিছু কম মানুষ মারা গেছে। তুরস্ক, সুইডেন ও পর্তুগালেও ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে এই বৈশ্বিক মহামারিতে। অস্ট্রিয়ায় মারা গেছে প্রায় দেড়শ’ মানুষ। ইউরোপ পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। এদিকে, বাংলাদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫৪জন।