আইএনবি নিউজ: মসজিদে জামাতে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে সৌদি আবর ও অন্যান্য উপসাগরীয়দেশগুলোতে । এরপরে বাংলাদেশের মুসলিমরা দ্বিধায় পড়েছে। তারা কি নামাজ পড়তে মসজিদে যাবে না বাসাতেই পড়বে?

বাংলাদেশের ইসলামী বিশ্লেষকরা বলছেন, দুর্যোগের সময় জুমার নামাজ ও অন্যান্য নামাজ মসজিদে পড়া বাধ্যতামূলক নয়। দেশবাসীর জন্য উত্তম হবে বাসায় নামাজ আদায় করা কেননা স্বয়ং নবী (সা.) দুর্যোগের সময় বাসায় নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন।
এদিকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিদেশ ফেরতদের মধ্যে যাদের জ্বর, কাশি ও সর্দি আছে তাদেরকে মসজিদ ও জনসমাবেশে না যাওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ সবাইকে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেছেন, অন্য কোনো নির্দেশনা আসা পর্যন্ত আমরা ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তই অনুসরণ করবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে মসজিদে না গিয়ে বাসাতেই পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায় করা উচিত হবে।
শহিদুল ইসলাম আরো বলেন, ইসলামী বিধি অনুযায়ী ও হযরত মুহাম্মদ (সা.) এর নির্দেশা মতে, কারো যদি মসজিদে গেলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অথবা মহামারী ছাড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে দেশবাসি মসজিদে না গেলেও কোনো সমস্যা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটি হাদিস উল্লেখ করে আরো বলেন, একবার নবী (সা.) কয়েকজন সাহাবি নিয়ে সফরে গিয়েছিলেন। সেই সময়, শীতল আবহাওয়া ছিলো, বৃষ্টিপাত হচ্ছিলো এবং ঝড়ের কারণে সাহাবিরা মসজিদে যেতে কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। তখন নবী (সা.) তাঁর এক সাহাবিকে বললেন, আপনি আজানে বলুন ‘ আপনারা বাসায় নামাজ আদায় করুন অথবা সেখানে আছেন সেখানেই নামাজ আদায় করুন’।
শহিদুল ইসলাম আরো বলেন, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই হাদিসের সাথে সামঞ্জস্য রেখে মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত করেছে। সুতরাং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে আমরাও বলতে পারি, বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে ঘরে বসে নামাজ আদায় করতে পারে।
আইএনবি/বিভূঁইয়া