আইএনবি ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেছেন, সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ে দেশে এসে কথা বলুক।
বুধবার দুপুরে চট্টগ্রামে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। বিষয়টি ভোটারদের শঙ্কিত করবে কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালিয়ে আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালিয়ে, চোর তো অনেক কিছু বলতে পারে।’
‘তারা পালিয়ে আছে, পালিয়ে ওখান থেকে বলতেছে। তাদেরটায় কেউ শঙ্কিত হবে নাকি। যদি ওনাদের সাহস থাকে দেশে আসুক। এসে আইনের আওতায়, আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালিয়ে কথা বললে তো এটার কোনো ভ্যালু নাই।’
আইএনবি/বিভূঁইয়া