আড়াইহাজার প্রতিনিধি:: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি, নগদ অর্থ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকার বাসিন্দা নাঈম (৩৮) নামের একজনের বাড়ি থেকে ২টি অবৈধ পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা নগদ, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪–১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নাঈম মৃত শহিদুল হকের ছেলে।
এসময় নাঈমের সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) এবং রুনা আক্তার (৩৪)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া