আইএনবি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছেন। একটি সূত্রে এমন তথ্য জানা গেলেও অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কেউ কিছু বলতে রাজি না।
এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কানাডা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান’। তার এই বক্তব্যের সূত্র ধরে সারাবাংলার পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলে কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
এর আগে, সোমবার (১ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
এদিকে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডা. এজেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। বিদেশি টিম তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।
এর আগে, আজ সকালে ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিক, বন্ধুবান্ধব এবং বাংলাদেশি জনগণের যে উদ্বেগ, সহমর্মিতা ও দোয়া তারা পাচ্ছেন, সেটি তাদের জন্য এক বিরাট শক্তির উৎস।
তিনি বলেন, ‘জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যে ভালোবাসা ও আন্তরিকতা মানুষ দেখাচ্ছেন— তা সত্যিই অসাধারণ।’
তারেক রহমান কবে দেশে ফিরবেন? এমন প্রশ্ন গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরই শুরু হয়। পরে জানা যায়, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। চিকিৎসা শেষে যখন দেশে ফিরবেন তখন তারেক রহমান তার সঙ্গে ফিরবেন। কিন্তু ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তার সঙ্গে তারেক রহমান আসেননি। তার স্ত্রী জোবাইদা রহমান শাশুড়ির সঙ্গে দেশে আসেন। তখন দলীয় নেতারা বলেন, জোবাইদা রহমান লন্ডন ফিরে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার তারেক রহমানসহ দেশে ফিরবেন। সেটাও গত জুন মাসের বক্তব্য। এর পর বিভিন্ন সূত্রে জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন তারেক রহমান। সেই মাসও পেরিয়ে গেছে। তবে মায়ের অসুস্থতার সময় তারেক রহমানের দেশে ফেরা অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেশের সাধারণ জনগণ।
‘দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান’ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, না এমন কোনো তথ্য নেই।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনিও বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি।
আইএনবি/বিভূঁইয়া