আন্তর্জাতিক ডেস্ক: পনেরো বছরের এক কিশোরীকে গণধর্ষণ করার পর ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে নিজেদের অপরাধ ঢাকতে তাকে জীবিত অবস্থায় পুঁতে ফেলার চেষ্টা চালিয়েছে দুই ভাই। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে নিজেদের কুকীর্তি ঢাকতে গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন ওই দুই যুবক। তার জন্য প্রয়োজনীয় খরচও দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তরুণীর অভিযোগ, দুই যুবকের কথায় গর্ভপাত করাতে নির্দিষ্ট জায়গায় পৌঁছে প্রথমে কাউকে দেখতে পাননি তিনি।
পরে খেয়াল করে দেখেন মাঠের মধ্যে গর্ত খোঁড়া হয়েছে। অভিযুক্তরা তখন তাকে হুঁশিয়ারি দেন, গর্ভপাত না-করালে জীবন্ত পুঁতে দেওয়া হবে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলেন ওই কিশোরী। এরপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ জানায়, ইতিমধ্যে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এই ঘটনায় আরো একজনকে খুঁজছে পুলিশ। বলে পুলিশ নিশ্চিত করেছে।
আইএনবি/বিভূঁইয়া