ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের গভর্নিং কমিটির সভাপতি হলেন নাহরিন ফারহানা পপি

আইএনবি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার জেলার শিক্ষা অঙ্গনে এক নতুন মাইলফলক স্থাপিত হলো। নবীনগর উপজেলায় “ব্যারিস্টার জাকির আহাম্মদ” ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান “লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ”-এর গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য শিক্ষা উদ্যোক্তা, পপি গাইডের স্বত্বাধিকারী, ঢাকা গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, মিসেস নাহরিন ফারহানা পপি (বিএ অনার্স, এমএ ইংরেজি)।

নাহরিন ফারহানা পপি শিক্ষাক্ষেত্রে একজন দক্ষ প্রশাসক ও প্রগতিশীল চিন্তাবিদ হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে কাজ করে আসছেন। গুলশান কমার্স কলেজে তার নেতৃত্বে গঠিত শিক্ষা কাঠামো ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

‘নাহরিন ফারহানা পপি’ নতুন এই দায়িত্বে লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের সার্বিক উন্নয়নে অবদান রাখবেন বলে গভর্নিং বডির সদস্যগণ আশা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা, মেধা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে কলেজটি শীঘ্রই দেশের অন্যতম মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

এ বিয়য়ে নাহরিন ফারহানা পপি তার প্রতিক্রিয়ায় বলেন, “এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াস ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন পরিবেশ গড়ে তুলতে পারব।”

এই আনন্দঘন মুহূর্তে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এটি শুধু একজন নারীর সাফল্য নয়, বরং বাংলাদেশের নারী নেতৃত্বের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও বিবেচিত হচ্ছে।

আইএনবি/ এস বিউটি /বিভূঁইয়া