ঘূর্ণিঝড়ের ‘শক্তি’র প্রভাব, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বন্ধ

আইএনবি ডেস্ক: ঘূর্ণিঝড়ের ‘শক্তি’র সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। এতে করে দুর্ভোগে পরেছেন দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাত্রীরা।

বুধবার (২৮ মে) সকালে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় নদী বন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা ধমকা বাতাস বইছে। এদিকে লঘুচাপের কারণে দুপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়া উপজেলার বেড়ী বাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুখচর, নলচিরা, চর ঈশ্বর, কেরিং চর, ঢালচর, চর ঘাসিয়াসহ কিছু কিছু এলাকায় বেড়ীবাঁধ অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে এইসব এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে কোস্ট-গার্ড সদস্যরা ও নৌ পুলিশ হাতিয়া উপকূলীয় এলাকায় টহল জোরদার করেছেন। এ ছাড়াও ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া