হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানের ২৮ দিনে আওয়ামী লীগের ৪৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের তালিকায় রয়েছেন শিক্ষক-জনপ্রতিনিধিরাও।
গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ শনিবার পর্যন্ত সেনাবাহিনী, র্যাব ও পুলিশ জেলার ৯ উপজেলায় আলাদাভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ২৩ জন, নবীগঞ্জে ৪ জন, শায়েস্তাগঞ্জে ৫ জন, বানিয়াচংয়ে ৭ জন, বাহুবল ও লাখাইয়ে ৩ জন, মাধবপুরে ৪ জন, চুনারুঘাট ৫ ও আজমিরীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বেশিরভাগই ৯টি থানায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত। তাঁদের মধ্যে দুইজনকে বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বাকীদের গ্রেপ্তার করা হয়েছে অভিযান চালিয়ে।
এই ৪৯ জনের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ আলী সৌদিআরবে যাওয়ার সময় এবং আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আমজাদ তালুকদার আমেরিকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তর হন।
হবিগঞ্জের ডিআইও ১ কামরুল ইসলাম জানান, ‘অভিযান অব্যাহত আছে।’
আইএনবি/বিভূঁইয়া