নিজস্ব প্রতিনিধি: মাসব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় তিন শতাধিক অসহায় শীতার্ত ও মধ্যবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করে জনতার মঞ্চ ফাউন্ডেশন।

শীতার্ত অসহায় মানুষের মাঝে জানুয়ারি ৩ তারিখ থেকে শুরু করে ৩০ জানুয়ারি পর্যন্ত এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইণে উপস্থিত ছিলেন জনতার মঞ্চ ফাউন্ডেশন-এর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া।
সংগঠনের বিশেষ উপদেস্টা ফ্রান্স প্রবাসী মোঃ শাহআলম এর সাথে যোগাযোগ করা হলে উনি বলেন, জনতার মঞ্চ ফাউন্ডেশন-এর এমন মহতি কর্মকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। পাশাপাশি সংগঠনের চলমানধারা অব্যাহতি থাকবে বলে আশা প্রকাশ করছি।

বিশেষ উপদেস্টা সৌদি প্রবাসী মোঃ সোহেল চৌধুরি বলেন, আমি সর্বদা জনতার মঞ্চ ফাউন্ডেশনের পাশে থাকবো এবং এই সংগঠনটি আজ আট (৮) বছরে অতিক্রম করেছে। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনটিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মিলেমিশে কাজ কাজ করার আহবান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমরা চেষ্টা করি সমাজের অন্যান্য মানুষের মতো অসহায়, সুবিধাবঞ্চিত মানুষরা যেনো সুন্দর ভাবে শীতকে উপভোগ করতে পারেন। শীতার্তদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমাদের এ সামান্য প্রয়াস। আমরা প্রতিবছর আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আর এবার ছিল আমাদের সংগঠন ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘ এর অস্টম প্রতিষ্ঠা বার্ষিকী।
বরাবরের মতো বাবুল ভূঁইয়া আরো বলেন, আমাদের ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই , মানুষ হয়ে যেনো মানুষের পাশে দাঁড়াতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং চাওয়া। আমাদের এই পথচলায় সকল সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা ‘ সংগঠনের পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই। সামনের দিনগুলোতেও সবাই ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘এর পাশে থাকবেন, পথ দেখাবেন এটাই প্রত্যাশা করছি।
শীতবস্ত্র ক্যাম্পেইণে আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সংবাদ বিষয়ক সম্পাদক, বাবুল ব্যাপারী, দপ্তর সম্পাদ, আবদুল মালেক আজাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সার্বিক সহযোগিতা ছিলেন, মো: হাফিজ ভান্ডারি (বিশেষ উপদেস্টা), মো: সেলিম, (আইন উপদেস্টা), মো: জামাল (বিশেষ উপদেস্টা), ফারহানা বীনা (মহিলা উপদেস্টা), মো: জহিরুল ইসলাম (সভাপতি, জনতার মঞ্চ ফাউন্ডেশন, নবীনগর শাখা), মো: মনির হোসেন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ।
আইএনবি নিউজ