নাটোর প্রতিনিধি: নাটোরে ঘন কুয়াশার কারণে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এদিকে একসঙ্গে ছয়টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার নওপাড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের জুটমিলের সামনে একসঙ্গে ছয়টি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়। এরপর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নিহতদের একজন মো. হুসাইন (৩৫)। তিনি একজন ট্রাকচালক। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম পরিচয় জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া